
বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে।
সোমবার বিকালে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার এই ফল সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।
এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।
সোমবার বিকালে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার এই ফল সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।
এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফল পাওয়া যাচ্ছে।
এছাড়া যে কোনো মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
আবেদন কারীরা প্রিলিমিনারিতে অংশগ্রহনের মাধ্যমে সদ্য টিকে যাওয়া ১২ হাজার ৩৩ জন এবার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার মুখোমুখি হবে।
লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৯ জুলাই থেকে বিপিএসসি ফর্ম পূরণ করতে হবে। পরে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানান মোশাররফ।
গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় রেকর্ড ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মাথায় প্রিলিমিনারির ফল প্রকাশ করা হলো।