শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরায় বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রফুল্ল রঞ্জন সিংহ

রায় বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রফুল্ল রঞ্জন সিংহ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় বহাল থাকার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মানবতা বিরোধী অপরাধের সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ।  অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রফুল্ল বলেন, ‘যে রায় হয়েছে তাতে আমি খুশি। খুব ভাল রায় হয়েছে।  আমি সন্তুষ্ট।  সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণার পর টেলিফোনে যোগাযোগ করা হলে এ অনুভূতি ব্যক্ত করেন মানবতা বিরোধী অপরাধের সাক্ষী প্রফুল্ল। বুধবার সাকা চৌধুরীর আপিল আবেদন খারিজ করে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ।  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

মুক্তিযুদ্ধে সাকা বাহিনীর বর্বরতায় প্রাণ হারান চট্টগ্রামের রাউজানের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ।  সাকা’র নির্মমতায় পিতৃহারা প্রফুল্লকে এখনও তাড়িয়ে বেড়ায় অজানা আতংক। ২০১২ সালের ২০ জুন আর্ন্তজাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে সাকা’র বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।  প্রফুল্লর বাবা নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনাল সাকাকে মৃত্যুদণ্ডও দিয়েছেন। ২০১৩ সালের ১ অক্টোবর যেদিন ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয় সেদিন রাউজানের গহিরায় প্রফুল্লর বাসভবন কুন্ডেশ্বরী ভবন ছিল তালাবদ্ধ।  বাড়ির সামনে বসানো হয়েছিল কড়া পুলিশ প্রহরা।  নিরাপত্তাহীনতার কারণে প্রফুল্ল রঞ্জন সিংহ সেদিন সাংবাদিকদের সঙ্গে কোন কথাও বলেননি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ