শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সৈয়দপুর থেকে খুলনাগামী পাথর বোঝাই মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ১০টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে দিনাজপুরের বিরামপুরসহ আশপাশের স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও রূপসাসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  পাঁচবিবি স্টেশন মাস্টার সন্তোষ কুমার সরকার জানান, সৈয়দপুর থেকে পাথর বোঝাই এস জে কে ২ ডাউন মালবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল। পথে পাঁচবিবি উপজেলার রেল-গেট এলাকায় ট্রেনটির চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সৈয়দপুর থেকে রাজশাহী, খুলনাগামী ও রাজশাহী, ঢাকা থেকে সৈয়দপুরগামী ট্রেন বন্ধ রয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর মালবাহী ট্রেনটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ