রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিজামিনে মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

জামিনে মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

টানা ৬ মাস ৮ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার  সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি।  এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বত্তোম চাকমা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির আদেশ নিয়ে হাসপাতালে যান।  সেখানে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মির্জা ফখরুলকে মুক্তি দেন কর্তৃপক্ষ। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান।  সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখার সময় ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তির প্রক্রিয়া চলছিল।  গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হন প্রায় ৭৮টি মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ৭টি মামলায় সম্প্রতি তাকে জামিন দেওয়া হয়। হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। প্রথম দফায় ৪ মামলায় হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। দ্বিতীয় দফায় ১৩ জুলাই সোমবার আপিল বিভাগ বাকি ৩টি মামলায় হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ