রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদটপকেটির সন্তান নিয়ে আশঙ্কা ডায়ানার দেহরক্ষীর!

কেটির সন্তান নিয়ে আশঙ্কা ডায়ানার দেহরক্ষীর!

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

জন্ম নেয়ার আগেই বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে চলে এসেছে কেট-উইলিয়ামের সন্তান। আসন্ন শিশুর চেহারা, নাম, লিঙ্গ নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই। তবে, এবার শিশুটির নিরাপত্তার প্রশ্ন তুললেন প্রিন্সেস ডায়নার দেহরক্ষী কেন হোয়ার্ফি। সূত্র ফায়ার ফক্স এর।

লুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়ার্ফি তার আশঙ্কার কথা জানালেন।

বিষয়টি ব্যাখ্যা করে হোয়ার্ফি জানান, কেটের সন্তান বিপদে পড়তে পারে। বিশ্বের এরকম রাজনৈতিক অস্থিরতায় তার অনেক নিরাপত্তার প্রয়োজন হবে।

এমনকি শিশুটিকে অপহরণ করা হতে পারে বলেও মনে করেন হোয়ার্ফি।

ডায়নার দেহরক্ষী থাকার সময় হোয়ার্ফি প্রিন্স উইলিয়ামেরও দেখাশোনা করেছেন।

তিনি মনে করেন, উইলিয়ামের চেয়েও শিশুটি বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকবে।

কারণ হিসেবে তিনি বলেন, ২০ বছর আগে উইলিয়াম ও হ্যারি যখন ছোট ছিল, তখন পরিস্থিতি এতো খারাপ ছিল না।

হোয়ার্ফি শিশুটির নিরাপত্তায় কেট-উইলিয়ামকে পুলিশ নিয়োগ দেয়ারও পরামর্শ দেন।

আরও পড়ুন

সর্বশেষ