বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ক্রিকেটার তামিম ইকবারের বিয়ে নিয়ে এতদিন ঘুম ছিলনা তামিম ভক্ত ও গণমাধ্যমকর্মীদের। তামিম যেখানেই যান সেখানেই যেন খবর তৈরি হয়ে যায়।
আর তাকে নিয়ে যতটা না মাতামাতি তার চেয়ে বেশি মাতামাতি তার স্ত্রী আয়শা সিদ্দিকাকে নিয়ে। সদ্য বিয়ে করা তামিম এবার উপস্থিত হলেন একটি ফ্যাশন হাউজে। না তিনি কোন শপিং এ আসেননি। এসেছেন অহং নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করতে।
গত শনিবার গুলশানের অহং ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে তামিম ইকবাল উপস্থিত ছিলেন তার নবপরিনিতা স্ত্রীকে নিয়ে।
তাদের পেয়ে সবাই মেতে ওঠেন বাড়তি আনন্দে।