ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গাজীপুরে জনগণ সরকারকে না বলে দিয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থীদের জয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠিত হয়েছে।’
আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘চার সিটি করপোরেশনসহ গাজীপুরে জয়ের মাধ্যমে জনগণ বিরোধী দলের তত্ত্বাবধায়কের দাবির প্রতি রায় দিয়েছে। এ দাবি এখন প্রতিষ্ঠিত হয়েছে। পাঁচ সিটিতে দেশবাসী তাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে সরকারের দুর্নীতি ও দুঃশাসনকে না বলেছে।’
তিনি বলেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার পর সরকারের পদত্যাগ করা উচিত ছিল। তাদের উচিত পদত্যাগ করে দ্রুত নির্বাচন দেয়া।’
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব বলেন, ‘জনগণের রায় মেনে নিয়ে দ্রুত নির্দলীয় নিরপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। নাহলে জনগণ তাদের দাবি আদায় করবে।’