বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২

ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ফার্মগেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি বাসে তেজগাঁও কলেজের এক ছাত্র উঠলে তাকে নামিয়ে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তেজগাঁও কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনা জানাজানি হবার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪/৫টি বাসে ফার্মগেট এলাকা আসে এবং তেজগাঁও কলেজে ভাংচুর করে। এ সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সর্বশেষ