বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদখেলার সময়টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা নেই: নাজমুল হাসান পাপন

টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা নেই: নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

এক সপ্তাহ আগেই গুঞ্জন উঠেছিল ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ না কি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা আয়োজন করছে। সেই ফিসফাস শেষ হতে না হতেই ভারতের ডালমিয়ার বক্তব্যসহ ভারত বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালিমিয়া বলেছেন, ‘আমরা কাউকে জোর করছি না। আমরা কিছু ম্যাচ আয়োজন করে বাংলাদেশকে সাহায্য করতে চাই।’

 অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপ নিয়ে চিন্তা নেই।’

নাজমুল হাসান বলেন, কক্সবাজার, সিলেট স্টেডিয়ামে পুরোদমে কাজ চলছে। যদি সময়মতো কাজ শেষ না হয় তাহলে ফতুল্লা স্টেডিয়ামকে বিকল্প স্টেডিয়াম হিসেবে ভাবা হচ্ছে।

 সংবাদ মাধ্যমের খবর প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, সংবাদ মাধ্যমে যা আসছে তার কোনো অর্থই হয় না। সুত্র: বিডিক্রিকটিম ডটকম।

আরও পড়ুন

সর্বশেষ