বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন,”গাজীপুর সিটি নির্বাচনসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করে তত্ত্বাবধায়কের প্রয়োজন নেই।”
শনিবার ফরিদপুরের নগরকান্দায় জেলা পরিষদ নির্মিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,”সরকারি সহযোগিতায় গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক ছাড়াই সুষ্ঠু হবে। সিটি নির্বাচনগুলো প্রমাণ করে তত্ত্বাবধায়কের প্রয়োজন নেই । তাই তত্বাবধায়কের জন্য মায়াকান্না না করে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে আমি আহ্বান জানাব।”
সাজেদা চৌধুরী বলেন, “দেশের মানুষ ভবিষ্যতে আর হেফাজতের তাণ্ডব দেখতে চায় না। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া জামায়াত-হেফাজতকে নিয়ে দেশে আবার অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণ আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে তার জবাব দেবে।”
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার প্রমুখ ।