ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ভোটারদের সকল ভয়ভীতির ঊর্ধ্বে রেখে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
শনিবার বিকেলে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় তিনি গণমাধ্যমের প্রশংসা করে বলেন, গণমাধ্যম সজাগ দৃষ্টি রাখায় দেশ-বিদেশে সবাই নির্বাচন সম্পর্কে জানতে পেরেছে। তাই মানুষকে ভয়ভীতির ঊর্ধ্বে রেখে ভোটগ্রহণ সম্পন্ন করতে পেরেছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।