রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
প্রচ্ছদটপবিয়ের আগে গর্ভবতী হওয়া বলিউড তারকারা

বিয়ের আগে গর্ভবতী হওয়া বলিউড তারকারা

বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিয়ের আগে গর্ভবতী হওয়াটা হলিউডের নিয়মিত বিষয়। কিন্তু বলিউডে ? হ্যাঁ বলিউড তারকাদেরও এখন বিয়ের আগে গর্ভবতী হওয়ার বিষয় কিন্তু নতুন নয়। এবার সে খবরই দেয়া হল ঢাকা টাইমস পাঠকদের জন্য-

শ্রীদেবি : বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা ভালোবেসেছিলেন বিবাহিত বলিউড পরিচালক বনি কাপুরকে। ভালোবাসার নিদর্শন হিসেবে গর্ভবতী হন শ্রীদেবী। এরপরেই অবশ্য পেটে সন্তান নিয়ে বিয়ে করেন পরিচালক বনি কাপুরকে।

অমৃতা অরোরা : বলিউড অভিনেত্রী অমৃতা অরোরা বিয়ে করেছেন ব্যবসায়ী ও বিবাহিত পাত্রকে। তবে বিয়ের আগেই তিনি তার প্রেমিকের সন্তানকে গর্ভে ধারণ করেন।

মাহিমা চৌধুরী : সালমান খানের এক সময়ের প্রেমিকা বলিউডের পরদেশখ্যাত অভিনেত্রী মহিমা খাতুনও বিয়ের আগে গর্ভবতী হন। তবে সেটা তিনি গোপনই রেখেছেন।

কঙ্কনা সেন : বলিউড ও টলিউডের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা দীর্ঘদিন প্রেম করেছেন আর এক অভিনেতা রনবির শোরের সঙ্গে। প্রেম করার সময়ই তিনি রনবিরের সন্তানকে গর্ভে নেন এবং পরে বিয়ে করেন।

প্রেমে যদি বিশ্বাস থাকে তবে প্রেমিকের সন্তান গর্ভে ধারন করতে সমস্যা কোথায় বলে জানান এই অভিনেত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ