বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটের খসড়া অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটের খসড়া অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা সাড়ে ১২টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত চলে এ বৈঠক। এতে মন্ত্রিসভায় সব সদস্য উপস্থিত ছিলেন।

সংসদ অধিবেশনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাধীনতার পর এটি দেশে কোনো একক ব্যক্তির দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেশ। তবে একই সঙ্গে তিনি করতে যাচ্ছেন একটানা সাতবছর বাজেট দেওয়ার রেকর্ড। আগের বারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। এছাড়া এটি আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেটও।

আরও পড়ুন

সর্বশেষ