শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েরাজশাহীর মেয়র বুলবুল বরখাস্তই থাকছেন

রাজশাহীর মেয়র বুলবুল বরখাস্তই থাকছেন

রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে বিষয়টি।  প্রধান বিচারপতির নেতৃত্বে নিয়মিত আপিল বেঞ্চে আগামী ১৪ জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ আদেশের ফলে বরখাস্তই থাকছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় বুলবুলের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দাখিলের পর গত ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বুলবুল। হাইকোর্ট তার আবেদন আমলে নিয়ে মন্ত্রণালয়ের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগর চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এ আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ইতোমধ্যে মন্ত্রণালয় রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র  হিসেবে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযাম  উল আযীমকে দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ