শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

রাজধানীর সার্ক ফোয়ারা সংলগ্ন সুন্দরবন হোটেলের বেজমেন্টের একাংশ ধসে পড়ার ঘটনায় রাজউককে তিন সদস্যের কমিটি গঠন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, শোর পাইলিংয়ের মধ্যে ত্রুটি থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। মূল নকশাটা সঠিকভাবে অনুসরণ করা হয়নি। বালু দিয়ে পূরণ করে আপাতত এটা ঝুঁকিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারাই ভবন নির্মাণ করে তারাই মজবুত করে নির্মাণ করতে চায়। কিন্তু রাজউকের কর্তব্যরত  ডিজাইনার সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এ ধরনের ঘটনা ঘটছে। এটা হয়েছে ডিজাইনারের গাফিলতির কারণে। মন্ত্রী আরও জানান, সুন্দরবনের ভবন পরীক্ষা করে দেখা গেছে এতে কোনো বিচ্যুতি নেই। বারবার এ ধরনের ঘটনা ঘটার কারণ সম্পর্কে তিনি বলেন, রাজউকের যত সংখ্যক প্রকৌশলী থাকা দরকার বাস্তবে তা নেই। এ কারণে প্রতিটি ভবন তদারকি করা সম্ভব হয় না। এ কারণে বিভিন্ন নির্মাণ কাজের তদারকির ক্ষেত্রে কিছুটা ‘গ্যাপ’ থাকতে পারে। তারপরও পুরো ঘটনা মনিটরিং করা হচ্ছে। ঝুঁকি কমিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন

সর্বশেষ