শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়কাসেম আলীর আপিলের সার সংক্ষেপ আগামী চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ

কাসেম আলীর আপিলের সার সংক্ষেপ আগামী চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের সার সংক্ষেপ আগামী চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবারের সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালত তার আদেশে বলেছেন, আগামী চার সপ্তাহের মধ্যে উভয়পক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে হবে। এ সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আপিল শুনানি শুরু হয়ে যাবে। আসামিপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন শুনানি করেন।

এর আগে গত ২২ এপ্রিল মীর কাসেমের আপিলের সার-সংক্ষেপ দাখিলের জন্য ২০ মে’ তারিখ ধার্য করে দিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু এ সময়ের মধ্যে কোনো পক্ষই দাখিল করতে না পারায় পুনরায় দিন ধার্য করে দেওয়া হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে গত বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবীরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ