শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়মীর কাসেম আলীর আপিল আবেদন কার্যতালিকায়

মীর কাসেম আলীর আপিল আবেদন কার্যতালিকায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল আবেদন কার্যতালিকায় এসেছে। আদেশের জন্য আপিল বিভাগ বৃহস্পতিবারের কার্যতালিকার এক নম্বরে রেখেছেন এটিকে। এ বিষয়ে আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আদালতের দেওয়া সময় অনুসারে আপিলের সার-সংক্ষেপ জমা দিতে তারা সময় আবেদন করেন। বৃহস্পতিবার এ বিষয়ে আদালত আদেশ দিতে পারেন। গত ২২ এপ্রিল মীর কাসেমের আপিলের সার-সংক্ষেপ ২০ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ মামলা বিচারাধীন রয়েছে।২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন। এর বিরুদ্ধে আপিল দায়ের করেন মীর কাসেম আলী।

আরও পড়ুন

সর্বশেষ