শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদুই সাবেক মেয়র নাছিরের উপদেষ্টা হিসেবে থাকছেন

দুই সাবেক মেয়র নাছিরের উপদেষ্টা হিসেবে থাকছেন

মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপদেষ্টা কমিটিতে থাকছেন সাবেক মেয়ররা। সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় আ জ ম নাছির একথা ‍জানিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত দুই সাবেক মেয়র হচ্ছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম। এছাড়া অনির্বাচিত হিসেবে জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী এবং বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিনও মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তবে সাবেক মেয়রের সবাইকে কমিটিতে রাখা হবে কিনা বিষয়টি পরিস্কার করেননি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আমি সবার পরামর্শ নেব। কমিটি করব। কমিটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি।

তিনি বলেন, এখন কমিটি করতে গেলে কিছু বাস্তব সমস্যাও আছে। কমিটির আকার কেমন হবে, এটাতে কত লোক থাকবে। দেখা যাবে, যারা বাদ পড়বেন তাদের মধ্যেও অনেক যোগ্য লোক আছেন। তখন বাদ পড়া লোকজন সমালোচনা শুরু করবে। ‘আমি একজনকে যোগ্য মনে করব। অন্যদের কাছে হয়ত তিনি যোগ্য না-ও হতে পারেন। সেই বিষয়ের আরেকজন এক্সপার্ট এসে বলবেন, উনাকে কেন কমিটিতে রাখা হয়েছে, উনি তো লেখাপড়াই জানেননা। এ ধরনের নানা সমস্যা আছে।’ বলেন মেয়র। তিনি বলেন, ‘এরপরও আমি সাবেক মেয়রদের অর্ন্তভুক্ত করে উপদেষ্টা কমিটি করব। বিশেষজ্ঞরাও কমিটিতে থাকবেন। এটা অকার্যকর নয়, কার্যকর উপদেষ্টা কমিটি হবে। উপদেষ্টাদের পরামর্শ নিয়ে দায়িত্ব পালন করব।’

আরও পড়ুন

সর্বশেষ