স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে । বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম টার্ফে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচে বাফুফের কার্যনির্বাহী কমিটির স্বনামধন্য সাবেক ফুটবলাররা বাফুফে একাদশের হয়ে মাঠে নামবেন। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালের পর এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।