ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুঘলু বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আধ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, তুর্কি এম্বাসির হেড অব মিশন আদনান ওসটার্ক উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বৃহস্পতিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বিএনপি চেয়ারপারসনের অফিস সূত্রে জানা গেছে।