বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবৈষম্যমূলক চার্জ প্রত্যাহারে বিমানমন্ত্রীকে চিঠি চেম্বার সভাপতির

বৈষম্যমূলক চার্জ প্রত্যাহারে বিমানমন্ত্রীকে চিঠি চেম্বার সভাপতির

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে তাজা শাক-সবজি ও ফলমূল রপ্তানির ক্ষেত্রে বৈষম্যমূলক চার্জ প্রত্যাহারের আহবান জানিয়ে বিমানমন্ত্রী ‍মুহাম্মদ ফারুক খানকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

মঙ্গলবার বিকেলে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, অতীতে পণ্য রপ্তানির ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দরে একই হারে হ্যান্ডলিং চার্জ আদায় করা হলেও ২০০৭ সাল থেকে চট্টগ্রাম বিমান বন্দরে কেজি প্রতি অতিরিক্ত দুই সেন্ট বেশী আদায় রা হচ্ছে।

আবার ২৫ মার্চ থেকে অতিরিক্ত আট সেন্টসহ ঢাকার তুলনায় ১০ সেন্ট বেশি আদায় করা হচ্ছে। এ হার আদায় বৈষম্যমূলক হওয়ায় ১জুলাই থেকে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে পণ্য রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

চিঠিতে এ অচলাবস্থা নিরসনে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে এক দেশে দু’রকম ট্যারিফ না রেখে ঢাকার ন্যায় একই রকম চার্জ আদায়ের জন্য মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

আরও পড়ুন

সর্বশেষ