২০১১ সালের দিকে এক সাক্ষাৎকারে বলিউড তারকা জন আব্রাহামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন অভিনেত্রীর সাথে অভিনয় করতে চান? জন আব্রাহামের জবাবে ছিল দাবাং কন্যা সোনাক্ষী সিনহার নাম। কিন্তু গত দুই বছরেও সে প্রত্যাশা পূরণ হয়নি।
তবে অবশেষে পর্দায় সোনাক্ষীকে পাচ্ছেন আব্রাহাম। সিক্যুয়েল ছবি ‘ওয়েলকাম ২’- তে প্রথমবারের মত একসাথে দেখা যাবে এই জুটিকে। ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা নিশ্চিত করেছেন তথ্যটি।
২০০৭ সালে মুক্তি পাওয়া আনিস বাজমীর ‘ওয়েলকাম’ ছবিটি ব্লকবাস্টার হিট হয়। এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। সামনের জুন মাস থেকে দুবাইতে ‘ওয়েলকাম ২’ ছবিটির শ্যুটিং শুরু হবে।