প্রতিভাবান অভিনেত্রী প্রভার অন্ধকার জগতের কথা প্রায় সবারই জানা। তবে সে জগত থেকে আলোতে ফিরে এসেছিলেন প্রভা।বিয়ে করে সুখের সংসারও পেতেছেন। স্বামীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন, শ্যুটিং করেছেন।কিন্তু আবারোও বিপথে যেতে বসেছেন এ অভিনেত্রী।জানা যায়, ‘শান্ত স্বামী’ শান্তর অপার স্বাধীনতার সুযোগে তার অপব্যবহার করছেন প্রভা। শান্ত বউয়ের কথা মতোই উঠেছেন, বসেছেন।কিন্তু এ সুখ যেন প্রভার কপালে সইছে না।
শান্ত ও প্রভার ঘনিষ্ট সূত্র জানিয়েছে, কারণে-অকারণে স্বামী শান্তর সঙ্গে খারাপ ব্যবহার করছেন। শ্যুটিংয়ে কথা বলে বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকছেন। আগের তুলনায় মোবাইলে কথা বলার পরিমানও বেড়ে গেছে।
শ্বশুর-শ্বাশুড়িকেও সময় দিচ্ছেন না।তবে কি ফের বিপথে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় পরবর্তীতে সমালোচিত এই অভিনেত্রী? শোনা যাচ্ছে, সম্প্রতি এক প্রযোজকের সঙ্গেও বিশেষ সম্পর্ক গড়েছেন প্রভা। তার বেশিরভাগ নাটকেই এখন প্রভা অভিনয় করছেন।একাধিক সাংবাদিকের সঙ্গেও প্রভার বিশেষ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এনিয়ে মিডিয়ায় ফের মুখোরচোক খবরের জন্ম দিচ্ছেন এই অভিনেত্রী।