স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার প্রভাব বিস্তার করছে বলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সিইসির সঙ্গে দেখা করে এ দাবি জানান।
এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সেল গঠন করা হয়েছে যেখান থেকে নির্বাচনী কাজে গাজীপুরে অর্থ সরবরাহ করা হচ্ছে।
একইসঙ্গে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছেন তারা।