বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
নিজের খোলামেলা ইমেজের কারণে বেশ কয়েকবারই আলোচনা-সমালোচনায় এসেছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শারলিন চোপড়া। এবার প্রাপ্তবয়স্ক একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শারলিন। নাম না ঠিক হওয়া এ ছবিটি প্রযোজনা করছে এ বি এন্টারটেইনমেন্ট। ছবির প্রধান ভূমিকায় দেখা যাবে শারলিনকে। ছবির কাহিনীতে দেখা যাবে শারলিন নিজের যৌন আবেদনের মাধ্যমে বিভিন্ন পুরুষকে বশ করে করে তাদের সর্বস্ব লুট করে নেন। এক সময় অনেক বড় একটি পরিকল্পনা করতে গিয়ে এইডস রোগের শিকার হন তিনি। প্রাপ্তবয়স্ক ছবি হলেও তরুণ সমাজকে একটি মেসেজ এ ছবির মাধ্যমে দেয়া হবে বলেই মনে করেন শারলিন। আর সে কারণেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই নাকি এমন ছবিতে কাজ করছেন বলে দাবি তার। এ ছবিতে শারলিন একাধিক অর্ধনগ্ন-নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন। বিছানার কয়েকটি দৃশ্যও থাকবে এখানে। সামাজিক দায়বদ্ধতা থেকে নগ্ন হয়ে এ ছবিতে কাজ করছেন- শারলিনের এমন মন্তব্যে সমালোচনার ঝড় বইছে বলিউডপাড়ায়। এদিকে টুইটারে শারলিনের এমন বক্তব্য লেখার বিপরীতে হাজার হাজার ভক্তের কমেন্ট পড়েছে। এর বেশিরভাগই শারলিনকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। সেসব মন্তব্যের বিপরীতে আবার জবাব দিয়েছেন শারলিন। টুইটারে তিনি লিখেছেন, অনেকই আমার সমালোচনা করছেন, অনেকে আবার প্রশংসা। তবে ছবিটি মুক্তির পর হয়তো সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে। আর এরকম সমালোচনা শুনতে আমি অভ্যস্ত। তাই ইচ্ছামতো সমালোচনা করতে পারেন, নো প্রবলেম।