ছাত্রশিবিরের ডাকা হরতাল সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল বুধবার সকল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে ২০১১ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা শুরু হবে। এতে ২০২টি কলেজের এক লাখ ৬২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।