মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদটপযুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে ড. ইউনুসের ইতিবাচক ভূমিকা রাখার ছিল

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে ড. ইউনুসের ইতিবাচক ভূমিকা রাখার ছিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনে ড. ইউনূস আরো আগেই ইতিবাচক ভূমিকা রাখতে পারতেন বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক সম্পর্কে ড. ইউনূসকে কার্যকরভাবে ব্যবহার করতে না পারা সরকারের ব্যর্থতা। সারোওয়ার রেজা জিমির রিপোর্ট।

বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে যে বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক এবং ড. মুহম্মদ ইউনুস তার অন্যতম। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ড. ইউনুসের প্রভাব এবং পরিসর আছে জেনেও কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কে ড. ইউনুসকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন না সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান।

তিনি মনে করেন, জিএসপিসহ বিভিন্ন ইস্যুতে অসহযোগিতা না করলেও প্রত্যাশিত সহযোগিতাও করেননি ড. ইউনুস।

তিনি বলেন, ওয়াশিংটনে যখন এই ব্যাপারে শুনানি হয়, তখন ড. ইউনুস কোনো প্রতিবাদ জানাননি।

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিনের মতে, ড. ইউনুসের সঙ্গে সরকারের আচরণও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

আমেনা মহসিন আরো মনে করেন নারীর ক্ষমতায়ন, গণতান্ত্রিক চর্চা, মানবাধিকারের মতো বিষয়গুলোতে সরকার ড. ইউনুসকে ইতিবাচকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।

এধরনের ভূমিকায় ড. ইউনুসের আসার কোনো সুযোগ নেই বলে মত ওয়ালিউর রহমানের।

জিএসপি সুবিধা স্থগিতের মতো সাম্প্রতিক ঘটনায় ড. ইউনুসের কোনো ভূমিকা থাকতে পারে, এমন অভিযোগকে গুরুত্ব দিতে চান না সাবেক এই কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক দুজনেই।

আরও পড়ুন

সর্বশেষ