বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগঢাবির সুর্যসেন হলে ছাউনি ধস

ঢাবির সুর্যসেন হলে ছাউনি ধস

ঝড়ো বাতাসে ধসে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলের গেসম রুম লাগোয়া একটি ছাউনি। এতে এক শিক্ষার্থীসহ আহত হয়েছেন দুইজন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা সেখানে সকালের নাস্তা করছিলেন। হলের কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, ঝড় শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ছাউনিটি। সেখানে অবস্থানকারী শিক্ষার্থীরা দ্রুত সরে যেতে পারলেও দুজন আহত হন। আহত একজন নাম শাহপরান। তিনি দোকানের কর্মচারী শিক্ষার্থীর নাম তাৎক্ষণেকভাবে জানা যায়নি। আহতদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, সূর্যসেন হলের গেমস রুমের সামনে কয়েকটি টঙ দোকান রয়েছে। এখানে সকালের নাস্তাসহ পাওয়া যায় হরেক রকম খাবার। শিক্ষার্থীরা অনেকেই সেখানে সকালের নাস্তা খান। তাদের সুবিধার্থেই এই ছাউনি তৈরি করা হয়েছে বলে জানান কয়েকজন। তারা বলেন, প্রতিদিনের মতো বুধকার সকালেও সেখানে বসেই নাস্তা করছিলেন ৪০/৫০ জন শিক্ষার্থী। ঝড় শুরু হলে তারা দ্রুতই সরে গিয়ে গেমসরুমের সামনে অবস্থান নেন। তখনই ধসে পড়ে ছাউনিটি। এতে শিক্ষার্থীদের বসার জন্য রাখা লোহার বেঞ্চগুলোও দুমড়ে মুচড়ে যায়। শিক্ষার্থীরা জানান, কংক্রিটের ছাদ শিক্ষার্থীদের মাথার ওপর পড়লে বড় বিপদ হতে পারতো।

আরও পড়ুন

সর্বশেষ