রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়এক বছরে সড়ক দুর্ঘটনায় ২০৬৭ প্রাণহানি

এক বছরে সড়ক দুর্ঘটনায় ২০৬৭ প্রাণহানি

গত এক বছরে মহাসড়কগুলিতে পুলিশের এফআইআর অনুযায়ী ২ হাজার ২৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২ হাজার ৬৭ জন নিহত এবং ১ হাজার ৫৩৫ জন আহত হয়েছেন।  সোমবার জাতীয় সংসদে সামশুল হক চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সংসদে এসব তথ্য দেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধীনে দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআই) মাধ্যমে মহাসড়কে ২০৯টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে সওজ কর্মকর্তারা পরিদর্শন করে আরো ১৮টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে। ফলে মোট দুর্ঘটনাপ্রবণ স্থান ২২৭টি। এরমধ্যে ২৭টি স্থানে রক্ষণাবেক্ষণ খাত থেকে সওজ এর মাঠ পর্যায় কর্তৃক ইতোমধ্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫৬টি স্থানের কাজ বিভিন্ন প্রকল্পে আওতায় করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩১টি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০টি স্থানে রোড ডিভাইডার নির্মাণসহ চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ