ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
শনিবার প্রস্তাবিত বাজেট আলোচনার সমাপনী দিনের অধিবেশনে যোগ দেবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এদিনই ২০১৩-১৪ অর্থবছরের অর্থবিল পাস হবে। বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হবে।
এটি নবম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন চলছে। বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ অধিবেশেনের শুরুর দিনই যোগ দিয়েছিলেন। কিন্তু প্রথম দিনের পর বিএনপির সাংসদ সদস্য যোগ দিলেও তিনি আর যোগ দেননি।
বিএনপির সূত্রে জানা গেছে, সংসদে যোগ দিয়ে খালেদা জিয়া বক্তব্য রাখবেন। বক্তব্যে তিনি মহাজোট সরকারের সাড়ে চার বছরের দুর্নীতির চিত্র তুলে ধরবেন। এছাড়াও প্রস্তাবিত বাজেট, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলবেন।
এ অধিবেশনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অন্য সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন।