বৃহস্পতিবার রাত ৯টার দিকে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত বৌ-ভাত অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার উপদেষ্টা মোসাদ্দেক আলী। এছাড়া এ অনুষ্ঠানে অনেকের মধ্যে আরো যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মুহম্মদ ফরিদ হাবিব, বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অনুষ্ঠানে খালেদা জিয়া তামিম ও তার নববধু আয়েশাকে নিয়ে খাবার খান।
এর আগে ২২ জুন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল চট্টগ্রামে।
গলফ গার্ডেনে এ ক্রিকেটার দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
ক্রিকেট বোর্ড কর্মকর্তারা তামিমের মা নুসরাত ইকবালের কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন। সংগঠক, কোচদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকরাও বৌ-ভাতে যোগ দিয়েছেন।