বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
নওশাবা। মা হয়েছেন কিছুদিন আগে। তাই অভিনয়ে বিরতি। যারা এতদিন বলেছেন নওশাবা কী হারিয়ে গেল তাদের জন্য নওশাবার সোজা উত্তর, ‘আমি ফিরছি নতুন কিছু কাজ নিয়ে। সঙ্গে নতুন আলোর বার্তা। গত বছরের ২১ সেপ্টেম্বর আমার মেয়ে প্রকৃতি পৃথিবীতে আসে। এরও কয়েক মাস আগে থেকে আমি শুটিং থেকে বিরত ছিলাম। তবে এবার ঈদে দর্শকদের সামনে আমি বেশ কিছু ভিন্ন ভিন্ন স্বাদের নাটক নিয়ে ফিরছি।’ দ্বিতীয় ইনিংসে বেশ ব্যস্ত নওশাবা। অঞ্জন আইচের ‘ঝুম বৃষ্টির পর’, গোলাম মোক্তাদীর শানের ‘কবিতার নারী অকবিতার নারী’, শামিম রনির ‘হোটেল চিটাগাং’, শুভ্র আহমেদের ‘মৎসআয়ন’সহ বেশ কিছু ঈদের নাটকে অভিনয় করছেন তিনি। আর আসছে আগস্টে মুক্তি পাচ্ছে তার প্রথম ছবি ‘উধাও’। তবে বড় খবর হচ্ছে- নিসর্গের কবি জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা’ হয়েছেন নওশাবা। কবির কবিতা অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন