
বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবির পাশাপাশি আরো একটি সায়েন্স ফিকশন ছবি নির্মিত হচ্ছে বাংলাদেশে। জাপানি নাগরিকত্ব পাওয়া পরিচালক মাসুদো রিকিয়া পরিচালিত ছবিটির নাম ‘দ্য স্টোরি অব সামারা’। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে পা রাখলেন আরেক র্যাম্প মডেল শিবা। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানান শিবা। তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ আগে থেকেই প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু গতানুগতিক ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ফলে অপেক্ষায় ছিলাম। অবশেষে মাসুদোর এই ছবির মাধ্যমে অপেক্ষার অবসান ঘটল। দুটি গ্রহের নানা রহস্য নিয়ে ছবিটির প্রেক্ষাপট গড়ে উঠেছে। সেখানে রহস্য ও প্রেম-ভালোবাসাও স্থান পাবে।’ ছবিতে শিবার বিপরীতে অভিনয় করছেন আরেক র্যাম্প মডেল সাঞ্জু। ছবিটি বাংলাদেশের পাশাপাশি জাপানেও প্রদর্শিত হবে বলে জানান পরিচালক।