স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
টানা তৃতীয়বারের মতো এ আসরের ফাইনালে উঠলো ব্রাজিল। বুধরাতে বেলো হরিজন্তে মিনেরো স্টেডিয়ামে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ৬৩ বছর আগে উরুগুয়ে গুড়িয়ে দিয়েছিলো ব্রাজিলের বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। মারাকানায় সেই ফাইনাল হারের নীল কষ্টটা এখনো ভুলতে পারে না ব্রাজিলিয়ানরা। তাই, প্রতিপক্ষ যখনই উরুগুয়ে তখনই প্রতিশোধ। আর উরুগুয়ের লক্ষ্য থাকে ঐ যে পূর্ব পুরুষদের দেখানো পথে আবারও হাটা।
খেলায় সে পথে এগিয়ে উরুগুয়ে। ১২ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় উরুগুয়ে। আর পেনাল্টি শট নিতে এলেন উরুগুয়ের হয়ে ১০২ তম ম্যাচ খেলতে না অভিজ্ঞ দিয়াগো ফোরলান। ফোরলানের শট ঠেকিয়ে মিনেরো’র ৬০ হাজার দর্শককে স্তবতা থেকে সজাগ করে তোলেন ব্রাজিলিয়ান গোল রক্ষক জুলিয়াস সিজার।
তবে ব্রাজিলিয়ানদের কাঙ্খিত সেই মুহুর্তটি আসে ৪১ মিনিটে। নেইমার-ফ্রেড জুটি চূর্নবিচূর্ন করে দেয় উরুগুয়ের রক্ষণভাগ। আসরের তৃতীয় গোল করে বাধভাঙা আনন্দে মাতেন ফ্রেড। যা আছরে পড়লো হলুদ সমুদ্রে। ব্
রাজিলের প্রথমার্ধের আনন্দটা দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি উরুগুয়ে। ৪৮ মিনিটে ব্রাজিলের রক্ষনের দুর্বলতার সুযোগে নিজের আন্তর্জাতিক ১৫ তম গোল করার সাথে খেলায় সমতা আনেন এডিসন কাভানি।
সময় যতই গড়াচ্ছে ম্যাচে উত্তেজনাও বাড়ছিলো তখন। তবে সব উত্তেজনা কমিয়ে খেলার ৮৬ মিনিটে ব্রাজিলের শৈল্পিক ফুটবলে রং ছড়ানোর কাজে এগিয়ে আসেন ব্রাজিলিয়ানদের নতুন সেনশেসন নেইমার। তুলির আচর দেন মিডফিল্ডার পলিনহো। বল উরুগুয়ের জালে। লিড পায় ব্রাজিল। সাম্বার তালে তালে নেচে উঠে গ্যালারী। গোল উদযাপনে বাধনহারা সেলেকাওরা।
খেলায় নেইমারের আহত’র ঘটনায় খানিকটা উত্তেজনা ছড়ালেও সব মিলিয়ে যায় সাম্বার তালে। আসরে টানা তৃতীয় বারের মত ফাইনালে ওঠার খুশিতে মেতে ওঠে স্কোলারীর শীষ্যরা।