রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়রুবেলের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে হ্যাপির রিট

রুবেলের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে হ্যাপির রিট

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন ধর্ষণ মামলার বাদিনী অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ১৮ জানুয়ারি রোববার হ্যাপির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানান তার আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ।  ড. ইউনূস আলী আকন্দ জানান, আবেদনে রুবেলের জামিন বাতিল ও তাকে তিন দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে ক্রিকেটার রুবেল হোসেন, ঢাকার জেলা প্রশাসক, জামিন দেওয়া বিচারক ইমরুল কায়েস ও সংশ্লিষ্ট আদালতের পিপি আব্দুল্লাহ আবুকে।

গত ১১ জানুয়ারি দুপুরে রুবেলের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস। ওইদিনই বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।  আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। জামিনে মুক্তির পরদিন ১২ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে অংশ নিচ্ছেন তিনি। আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ