মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার কার্যালয়কে ঘিরে যাদের আনাগোনা তারা হুমকিস্বরূপ: হাছান মাহমুদ

খালেদা জিয়ার কার্যালয়কে ঘিরে যাদের আনাগোনা তারা হুমকিস্বরূপ: হাছান মাহমুদ

রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আজকে যা হচ্ছে, সেটা রাজনীতি নয়; ‘ভয়নীতি’ হয়ে গেছে; এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, এমপি।  ১৮ জানুয়ারি রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে `বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রাজনীতির সমালোচকদের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক অঙ্গনে কিছু নতুন মুখের আবির্ভাব হয়েছে। তাদের মধ্যে ‘বুদ্ধিজীবী’ ‘বুদ্ধিজীবী’ ভাব। তারা বলছেন, বিএনপির সঙ্গে নাকি আমাদের আলোচনা করতে হবে। বাড়িতে ডাকাত পড়লে গৃহস্থ ডাকাতের সঙ্গে যেমন আলোচনায় বসে না, আমরাও বিএনপির সঙ্গে আলোচনা করবো না। পারলে আপনারাও (বুদ্ধিজীবী) তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।

আওয়ামী লীগের এই নেতা ডিপ্লোম্যাটিক জোন থেকে বিএনপির অফিস সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডিপ্লোম্যাটিক জোনে বিএনপির অফিস। এটা বিপদজনক। খালেদা জিয়ার কার্যালয়কে ঘিরে যাদের আনাগোনা, তারা হুমকিস্বরূপ! সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ