সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিদেশের অচলাবস্থা কাটাতে দুই দলকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন এরশাদ

দেশের অচলাবস্থা কাটাতে দুই দলকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন এরশাদ

দেশের অচলাবস্থা কাটাতে দুই দলকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, দেশ সহিংসতার দিকে চলে যাচ্ছে। আমি আলোচনার কথা বলছিলাম, আমার কথা কেউ শোনেনি। দেশে যা চলছে তা থেকে মুক্তি পেতে হলে দুই দলকে আলোচনায় বসতে হবে।’শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধে দেশের ২৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবরোধের কারণে দেশের কলকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা কাজ পাচ্ছে না। মানুষ দিন দিন বেকার হয়ে যাচ্ছে। দেশের ভেতর অশান্তি বৃদ্ধি পাচ্ছে।’জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আমি বলব, সরকার ব্যর্থ হয়েছে। এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’বিএনপিকে উদ্দেশ করে এইচ এম এরশাদ বলেন, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যাওয়া যায় মানুষের ভালোবাসা নিয়ে। ক্ষমতায় যাওয়ার জন্য কত লাশের প্রয়োজন আপনাদের? ভাগ্য পরিবর্তনের নাম করে পুড়িয়ে মারছেন, একি রাজনীতি?’শান্তি সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘২৪ বছর আগে শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আপনারা ঘরে বসে থাকলে হবে না, এর প্রতিবাদ করতে হবে।’
আরও পড়ুন

সর্বশেষ