মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদজাতীয়মেট্রোরেলের মূল কাজের টেন্ডার জানুয়ারির প্রথম সপ্তাহে : ওবায়দুল কাদের

মেট্রোরেলের মূল কাজের টেন্ডার জানুয়ারির প্রথম সপ্তাহে : ওবায়দুল কাদের

আগামী জানুয়ারিতে মেট্রোরেলের টেন্ডার হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হিড বাংলাদেশ’র ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের মূল কাজের টেন্ডার জানুয়ারির প্রথম সপ্তাহে হবে। মেট্রোরেল হলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র ৩৭ মিনিট।  এপ্রিলে জয়দেবপুর-ময়মনসিংহ ও মে-জুনে ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের কাজ শেষ হবে বলেও জানান ওবায়দুল কাদের।

পদ্মাসেতু এখন দৃশ্যমান বাস্তবতা। ২০১৮ সালে পদ্মাসেতুর ওপর গাড়িতে বসে সবাই পূর্ণিমার চাঁদ দেখতে পাবে বলে জানান মন্ত্রী। সড়ক দুর্ঘটনা কূল-কিনারা পাই না মন্তব্য করে কাদের বলেন, এত কিছুর পরও দুর্ঘটনা রোধ হচ্ছে না। প্রতি রাতই আমাকে পীড়া দেয়। এত কিছুর পরও কূল-কিনারা না পাওয়া আমার কষ্ট দেয়। রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে মন্তব্য করে কাদের বলেন, রাজনীতিবিদদের মধ্যে অবিশ্বাসের দেয়াল থাকায় কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। ভাষণে শুধু বিদ্বেষের বিষ ভরা।

পশ্চিমাঞ্চলে হিড বাংলাদেশের কার্যক্রম চালুর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চলে নোয়াখালী জেলার চরাঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাস হয়। সেখানে কাজ করলে চরের মানুষগুলো উপকৃত হবে। অনুষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ার‌ম্যান ড. কাজী খালিকুজ্জামান, হিড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, চেয়ারম্যান সুকমল বিশ্বাস বক্তব্য রাখেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ