মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবুদ্ধিজীবীরা আমাদের আলোকশিখা, উজ্জ্বল বাতিঘর

বুদ্ধিজীবীরা আমাদের আলোকশিখা, উজ্জ্বল বাতিঘর

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তারা আমাদের কাছে আলোকশিখা, উজ্জ্বল বাতিঘর, তারা আমাদের এগিয়ে চলার পথে সাহস ও প্রেরণার উৎস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।  বিরোধী দলীয় নেতার দফতর থেকে এ বাণী পাঠানো হয়।

বিরোধী দলীয় নেতা বাণীতে বলেন, মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম চলাকালে বিজয়ের ঠিক পূর্ব মুহুর্তে ১৯৭১ এর ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদাররা এদেশের স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যে ঘটনা আজও আমাদের ক্ষতবিক্ষত করে কাপিয়ে দেয় আমাদের বিবেককে। রওশন এরশাদ বলেন, রাজনৈতিক নেতাদের পাশাপাশি বাঙ্গালি বুদ্ধিজীবীরা স্বাধীনতার লক্ষ্য অর্জনে যেন  সফল না হতে পারে তারই ফলশ্রুতিতে হত্যা করা হয় এদেশের বুদ্ধিজীবীদের। বিরোধীদলীয় নেতা এ দিনে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ