রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আবারও প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আবারও প্রশাসক নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন তাগাদার মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আবারও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পাট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. রাখাল চন্দ্র বর্মনকে ঢাকা উত্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব (ওএসডি) মো. শওকত মোস্তফাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবারের তারিখ দিয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

অপর আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।  গত ৮ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘স্থানীয় সরকার(সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪’ এর খসড়া উপস্থাপনকালে প্রশাসকদের মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে এক বছর করার প্রস্তাব করা হয়। মন্ত্রিসভা খসড়াটি ফেরত পাঠিয়ে প্রধানমন্ত্রী চলতি শীত মৌসুমের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন দেওয়ার তাগাদা দিয়েছেন বলে সেদিন মন্ত্রিসভায় উপস্থিত এক মন্ত্রী জানিয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ