সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিরাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য পদে পুনর্বহাল করে দলে ফিরিয়ে নিলেন এরশাদ

রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য পদে পুনর্বহাল করে দলে ফিরিয়ে নিলেন এরশাদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমানকে  জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য পদে পুনর্বহাল করে দলে ফিরিয়ে নিলেন এরশাদ। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রাঙ্গাকে দলে পুনর্বহাল করার নির্দেশ দেন এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে অব্যাহতিপ্রাপ্ত অপর প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীর ব্যাপারে কোন সিদ্ধান্ত দেননি এরশাদ। মসিউর ও তাজুল রওশন এরশাদের নেতৃত্বে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেন।মসিউর রহমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তাজুল ইসলাম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ।
১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে অশালীন ও বিরূপ মন্তব্য করায় মসিউর রহমানের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।এর অংশ হিসেবে তাজুলকে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির এবং মসিউর রহমান রাঙ্গাকে রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। উল্লেখ্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অঘোষিত বৈঠকে মসিউর রহমান রাঙ্গা এরশাদের একক কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা দেন।আর তাজুল ইসলাম জাপার তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেয়ায় ক্ষুব্ধ হয়ে দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন জাপার চেয়ারম্যান।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ