সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়স্বেচ্ছা অবসরে গেলেন স্বাস্থ্যসচিব

স্বেচ্ছা অবসরে গেলেন স্বাস্থ্যসচিব

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ ওঠা স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া অবশেষে বৃহস্পতিবার স্বেচ্ছা অবসরে যেতে বাধ্য হলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া অসুস্থ। তাই তিনি স্বেচ্ছা অবসরে যেতে যান। আগামী ৩১ ডিসেম্বর তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। সূত্রগুলো বলছে, এম এম নিয়াজ উদ্দিন মিয়াকে পদত্যাগ করতে বা স্বেচ্ছা অবসরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা না হয়েও এম এম নিয়াজ উদ্দিন মিয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অসদাচরণের অপরাধ করেছেন। এরপর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাঁর সনদ বাতিল করে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি গত সপ্তাহে এর জবাব দেন। কিন্তু অন্য যাঁদের সনদ ভুয়া বলে প্রমাণিত হয়েছে, তাঁদের বিষয়ে কিছু জানা যায়নি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ