পুনম মুখ খুললেন তার কুমারীত্ব নিয়ে
পুনম পান্ডে ফের আলোচনায় এলেন । সম্প্রতি তিনি টুইটারে ঘোষণা দিয়েছেন, তিনি কুমারী নন। কোনো বালাই রাখেননি রাখঢাকের । গতকাল মাদ্রাজ হাইকোর্টের দেয়া এক রায়ে বলা হয়, বিবাহিত হিসেবে বিবেচিত হবেন তারা যাদের দুজনের সম্মতিতে যৌন সম্পর্ক আছে । স্বল্প বসনা হিসাবে খ্যাত পুনম পান্ডে এ রায় ঘোষনার পর মুখ খুললেন ।
এর জবাবেই তিনি তার একাউন্টে টুইট করেছেন।নিয়মিত আলোচনায় থাকেন পুনম পান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অর্ধনগ্ন ছবি প্রকাশ করে ।তার অনুসারি আছে প্রায় ৪ লাখ । এজন্যই ‘টুইটার কুইন’ বলা হয় পুনম পান্ডেকে। তিনি টুইটটি তে লেখেন , ‘MadrasHC I am Married then 😉 Hehehehe LOL!আগামী মাসে পুনমের মুক্তি পেতে যাচ্ছে ‘নেশা’ নামে একটি ছবি । অনেকেই মনে করছেন, পুনম এমন টুইট করেছেন এ সিনেমার সাফল্যে উত্তেজনা ছড়াতেই।