বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়চুম্বন দৃশ্যে অভিনয়ে সালমানের আপত্তি !

চুম্বন দৃশ্যে অভিনয়ে সালমানের আপত্তি !

salmanহরহামেশাই রোমান্টিক দৃশ্যে নায়ক-নায়িকার চুম্বনদৃশ্য দেখা যায় বলিউড ছবিতে । কিন্তু সুপারস্টার সালমান খান সাফ জানিয়ে দিয়েছেন তার নতুন ছবি `কিক`-এ কোন চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না । সেইসাথে সিনেমার প্রযোজক, পরিচালককে স্ক্রিপ্টে এরকম কিছু থাকলে তা ঠিক করার কথাও বলেছেন সালমান।

নাদিওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টে লিঃ এর পক্ষ থেকে জানানো হয়েছে সালমান সবসময়ই ছবিতে লিপকিসের দৃশ্য বর্জন করেছেন। যা অভিনেতাদের অপছন্দনীয় এই ছবিতে অবশ্যই এরূপ কিছু রাখা হবেনা । শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ অ্যাকশন ধাঁচের এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ।

সালমানকে জ্যাকুলিনের সাথে ঠোঁট মেশাতে দেখা যাবে এই ধরনের গুঞ্জন উঠে জ্যাকুলিনকে কাস্ট করার পর থেকেই । প্রায় ২০০ কোটি রুপি ব্যবসা করেছে গত জানুয়ারিতে মুক্তি পাওয়া জ্যাকুলিন অভিনিত ‘রেস -২’ ছবিটি । ‘কিক’ ছবির শুটিং শুরু হবে আগামী ২৪ জুলাই। ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা । এটাই প্রথম ছবি সালমান-জ্যাকুলিন জুটির ।

আরও পড়ুন

সর্বশেষ