শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বাংলাদেশ প্রথম ম্যাচেই দাঁড়াবে শক্তিশালী জর্ডানের সামনে

বাংলাদেশ প্রথম ম্যাচেই দাঁড়াবে শক্তিশালী জর্ডানের সামনে

প্রতিপক্ষ কঠিন। কিন্তু মণিকাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। আত্মবিশ্বাসের সেই পারদ নিয়েই আগামীকাল এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে বিকাল ৩টায় উদ্ধোধনী ম্যাচে ইরানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে জর্ডান ছাড়াও বাংলাদেশের অন্য প্রতিপক্ষ দলগুলো হলো ইরান, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ প্রথম ম্যাচেই দাঁড়াবে শক্তিশালী জর্ডানের সামনে। এই দলটিকেই বেশি সমীহ মণিকার। তিনি বলেছেন, ‘আমরা জর্ডানকেই সবচেয়ে কঠিন প্রতিপ ভাবছি। তবে যেহেতু দেশের মাটিতে খেলা, দর্শক সমর্থন পাব; আশা করি আমরা ভালো খেলব।’ ‘বি’ গ্রুপের সেরা দুটি দল আগামী বছর খেলবে চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাছাই পর্বের মিডিয়া সহযোগী বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। প্রতিটি ম্যাচের টিকিটের দাম ৫০ (সাধারণ গ্যালারি) ও ১০০ টাকা (ভিআইপি)। এদিকে, এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গতকালই ঢাকায় এসে পৌঁছেছে জর্ডান, ভারত, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
আরও পড়ুন

সর্বশেষ