রবিবার, জুন ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ড. ইউনূস

পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ড. ইউনূস

বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টার থেকে ড. ইউনূসের নামে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, ‘পিয়াস করিমের মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। সত্যভাষণের ক্ষমতার জন্য সব বাংলাদেশির হৃদয় জয় করেছিলেন এই ভয়হীন এবং নীতিবান বুদ্ধিজীবী। তার বিশ্লেষণাত্মক মন এবং সত্যের প্রতি অবিচলতা পুরো জাতিকে অনু্প্রাণিত করেছিলো। তার পরলোকগমন বিশাল ক্ষতি। আল্লাহ তাকে চিরকালীন শান্তি দান করুন।‘

উল্লেখ্য, সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন রাজনৈতিক বিশ্লেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও  টেলিভিশন টক শো’র জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ড. পিয়াস করিম। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

সর্বশেষ