শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়ঝিনাইদহে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় ফুলবাড়িগেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ। নিহতরা হলেন যশোর কোতোয়ালি থানার ইছালী ইউনিয়নের বড়বাজাপুর গ্রামের ভোদো দাইয়ের ছেলে আব্দুল হাদি (৪০) ও একই গ্রামের ঠুটো রফিকের ছেলে সোহাগ মিয়া (৩৫)। নিহতদের স্বজন তোরাব আলী ও বাবুল মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুইটি শনাক্ত করেন। তাদের ভাষ্য সোমবার রাতে সাদা পোশাকের লোক হাদি ও সোহাগকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, বাইরে থেকে ধরে এনে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার পর লাশ দু’টি ফুলবাড়িগেটের মোড়ে ফেলে রাখা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইউনুস আলী জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ দু’টি একটি বেগুন ক্ষেতের মধ্যে পড়ে ছিল। তাদের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। যশোর পুলিশের উদ্বৃতি দিয়ে তিনি আরো জানান, নিহত হাদি ও সোহাগ যশোর সদরের উত্তরাঞ্চলের ত্রাস আশকার বাহিনীর ক্যাডার হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে এ ব্যাপারে কালীগঞ্জ থানায় এখনো কোন মামলা হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক  জানান, নিহতরা দুষ্ট প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে খলিল হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ