বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি।
রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের চল্লিশ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপু মণি বলেন, বাংলাদেশ ও কোরিয়ার প্রায় একই রকম পরাধীনতার ইতিহাস আছে। সে পরাধীনতা পেরিয়ে উন্নয়নের ইতিহাসেও মিল রয়েছে দু’দেশের। এছাড়া দু’টি দেশই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উল্লেখযোগ্য কাজ করছে বলে মন্তব্য করেন দীপু মণি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।