বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদজাতীয়ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ আগস্ট

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ আগস্ট

mirza amanবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের ৪৯ নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন ও শাহজাহানপুর থানায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৪ আগস্ট ঠিক করেছেন আদালত।

রোববার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ দিন ঠিক করেন।

এ মামলায় কয়েকজন সংসদ সদস্য আসামি হওয়ায় তাদের পক্ষে সংসদ অধিবেশন চলার কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করে।

পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং শাহজাহানপুর এলাকায় পুলিশের কাজে বাধা ও গাড়িতে আগুন দেয়ার অভিযোগে গত ৩ ও ৪ মার্চ দ্রুত বিচার ও বিস্ফোরণ আইনে দুটি মামলা করে পুলিশ।

পরে তদন্ত শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, শহিদউদ্দিন অ্যানিসহ ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ