শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়একাত্তর টেলিভিশনের এক বছর পূর্তি উদযাপন

একাত্তর টেলিভিশনের এক বছর পূর্তি উদযাপন

71 tvমন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়সহ সমাজের সর্বস্তরের মানুষের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে গতকাল প্রতিষ্ঠার এক বছর পূর্তি উদযাপন করেছে দেশের অন্যতম সংবাদভিত্তিক টিভি চ্যানেল একাত্তর টেলিভিশন। বৃহস্পতিবার রাতে ঘড়ির কাঁটা ঠিক ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাজধানীর বারিধারায় একাত্তর টেলিভিশন ভবনে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাকে মিষ্টিমুখ করিয়ে আপ্যায়িত করেন একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল, ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ও প্রধান সম্পাদক সামিয়া জামান। এ সময় পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা এবং হেড অব আউটপুট শাকিল আহমেদসহ একাত্তর টেলিভিশনের ঊর্ধ্বতন সংবাদকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সকালে শুরু হয় বর্ষপূর্তির দিনব্যাপী বর্ণিল আয়োজন। বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে এসে সরাসরি সমপ্রচার করা একাত্তর জার্নালে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া একাত্তরকে শুভেচ্ছা জানাতে আসেন রাজনীতিবিদ হায়দর আকবর খান রনো, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, পুলিশের ভারপ্রাপ্ত আইজি শহীদুল হক খান, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর সভাপতি আফতাবুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সবুর খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সাবেক ফুটবলার বাদল রায় ও শেখ আসলাম, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ঢাকার বাইরে থেকে একাত্তরে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কেক কেটে বর্ষপূর্তি উদযাপনে সঙ্গী হন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। সরাসরি প্রচারিত ‘মিউজিক বাজ’ অনুষ্ঠানে অংশ নিয়ে একাত্তরকে শুভেচ্ছা জানান দেশের প্রখ্যাত শিল্পীরা। যাদের মধ্যে ছিলেন লাকী আখন্দ, আবিদা সুলতানা, শাফিন আহমেদ, রিংকুসহ আরও অনেকে।

আরও পড়ুন

সর্বশেষ